bdnewstime,দিশার নাচে মুগ্ধ টাইগারের মা

দিশার নাচে মুগ্ধ টাইগারের মা

বিনোদন

দিশার নাচে মুগ্ধ টাইগারের মা

লকডাউনেই মুক্তি পেল দিশা পাটানির ‘বাগী ৩’ ছবির গান। ‘বাগী ২’-এর পর ফের টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করছেন তিনি। গান মুক্তি পেতেই ভিডিও সং-এ দিশার নাচ দেখে উল্লসিত অনুরাগীরা। মুগ্ধ টাইগার শ্রফের মা আয়েশা শ্রফও। সোশ্যালে দিশার প্রশংসা করে তিনি লিখেছেন ভীষণ সুন্দর দেখতে লাগছে দিশাকে।

নাচের স্টাইল অবর্ণনীয়। কখনও টাইগার-দিশার সম্পর্ক প্রাক্তন তকমা পায়। কখনও টাটকা জুইঁফুলের মতোই তাঁদের ভালোবাসা সুগন্ধী বর্তমান! অতীত-বর্তমান যাই-ই হোন তাঁরা, আয়েশা শ্রফ এবং টাইগারের বোন কৃষ্ণার থেকে অফুরন্ত ভালোবাসা পেয়ে আপ্লুত দিশা। তাঁর সেই অনুভূতি সোশ্যালে স্পষ্ট। ফল, ভিডিওটিও ভাইরাল।

গত মাসে দিশা আর কৃষ্ণা একসঙ্গে টিকটক ভিডিও বানিয়েছিলেন। যা সোশ্যালে ব্যাপক হিট। খবর কোয়ারান্টাইনে নাকি এক ছাদের নীচে দিন-রাত কাটাচ্ছেন টাইগার-দিশা।

আইসোলেশন, লকডাউন সবই ছিল তিন হাজার বছর আগের ভারতে

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *