bd news time, রক্তবাহীরযে যে গ্রুপের রক্তবাহীর করোনা আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে কম বেশি

যে যে গ্রুপের রক্তবাহীর করোনা আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে কম বেশি

লাইফস্টাইল

যে যে গ্রুপের রক্তবাহীর করোনা আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে কম বেশি

যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। সম্প্রতি চীনের গবেষকদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের গবেষকরা উহান ও শেনজেনের ভাইরাস আক্রান্ত ২ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে এই গবেষণা করেছেন। গত ১১ মার্চ ওই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা গেছে, ‘এ’ গ্রুপের মানুষের আক্রান্তের হার বেশি এবং তাদের অবস্থাও অন্যদের তুলনায় গুরুতর ছিল।

এটাকে প্রাথমিক গবেষণা হিসেবে উল্লেখ করে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রক্তের গ্রুপ বিবেচনা করতে সরকার ও চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছেন গবেষকরা।

গবেষণার নেতৃত্বে ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের ওয়াং জিংহুয়ান। তিনি বলেছেন, ‘যাদের রক্তের গ্রুপ ‘‘এ’’ তাদের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই তাদের প্রতি বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়াতে হবে। এ ছাড়া তাদের চিকিৎসায় অধিকতর যত্নের প্রয়োজন হতে পারে।’

গবেষণাপত্রে বলা হয়েছে, ‘যাদের রক্তের “ও” তাদের সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম ছিল।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মারা যাওয়া ২০৬ জনের ৮৫ জনের রক্তের গ্রুপ ‘এ’ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ‘ও’। ‘এ’ গ্রুপের রোগীদের মৃতের হার ‘ও’ গ্রুপের রোগীদের চেয়ে ৬৩ শতাংশ বেশি।

তবে কী কারণে বিভিন্ন গ্রুপের রক্তের করোনার প্রভাব ভিন্ন তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

dainikamadershomoy

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসাগুলোকে ১০০ মিলিয়ন ডলার দেবে ফেসবুক

Share Now

1 thought on “যে যে গ্রুপের রক্তবাহীর করোনা আক্রান্তের সম্ভাবনা সবচেয়ে কম বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *