bdnewstime,মাস্ক পরে শুটিং করছেন অক্ষয়

মাস্ক পরে শুটিং করছেন অক্ষয়

বিনোদন

মাস্ক পরে শুটিং করছেন অক্ষয়

বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষর কুমার করোনাকালীন এই লকডাউনের মাঝেই শুটিং করছেন। তবে বাণিজ্যিক কোনও সিনেমা নয়। ভারত সরকারের একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেন তিনি।

সেই বিজ্ঞাপনটির শুটিংয়ের সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে অক্ষয়, পরিচালক বালকিসহ টিমের সবাইকে মাস্ক পরে থাকা অবস্থায় দেখা গেছে। শুটিং শুরুর আগে স্যানিটাইজ করা হয় পুরো সেট, ডিসইনফেকটেড স্ক্রিন ব্যবহার করা হয়। কাজের অংশ নিচ্ছেন খুব কম মানুষ। মাত্র মাত্র ২০ জন ক্রু নিয়ে শুটিং চলছে।

জানা গেছে, এই বিজ্ঞাপনটি করোনাকালীন সময়ে মানুষকে সচেতনতার জন্য নির্মাণ করা হচ্ছে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই শুটিং চলছে।এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে পিএম-কেয়ার্স ফান্ডে ২৫ কোটি রুপি দান করেছেন অক্ষয়। বৃহন্মুম্বই পুরনিগমে দিয়েছেন ৩ কোটি রুপি। এছাড়া মুম্বাই পুলিশকে ২ কোটি রুপি, মুম্বাইয়েরই গেইটি গ্যালাক্সির মালিককেও অর্থ সাহায্য করেছেন এই অভিনেতা।

শসা খাওয়ার জাদুকরী উপকারিতা

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *