bd news time, ৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা

৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা

আন্তর্জাতিক

৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা

প্রাণঘাতী করোনাভাইরাস এবার ইতালির পাঁচ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল। ন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল অর্ডারের (ফোনমসিও) মতে, তারা করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।

স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তারা না ফেরার দেশে। এ মৃত্যুকে তাদের আত্মীয়-স্বজন ও পরিবার কোনোভাবে মেনে নিতে পারছেন না।

যে পাঁচজন চিকিৎসক মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি এবং বার্গামোর সাধারণ অনুশীলনকারী আন্তোনিও বাট্টাফুওকো।

এছাড়া জিউসেপ্প লানাটি পালমোনোলজিস্ট ও লুইজি ফ্রুসিয়ান্তে পারিবারিক চিকিৎসক ছিলেন। তারা অবসরপ্রাপ্ত হলেও কার্যকর ছিলেন। (AH)

কোয়ারেন্টিন থেকে বেরিয়ে বান্ধবীর জন্মদিনে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড

Share Now